• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে হামলা : জাতিসংঘের পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০
যুক্তরাষ্ট্র-রাশিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক (ছবি : মিডল-ইস্ট মনিটর)

সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই ইস্যুতে জাতিসংঘের পদক্ষেপ চেয়েছেন মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। অবশ্য তিনি কী ধরনের পদক্ষেপ চান সে সম্পর্কে স্পষ্ট করে বলেননি।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল-ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার বিরোধিতার মধ্যেও জাতিসংঘের পদক্ষেপ চেয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শেষ পর্যন্ত এটি কী হবে তা এখনই বলা যাচ্ছে না।

মার্কিন ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, এখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ভূমিকা আছে বলে আমরা মনে করছি। সৌদিতে হামলা হয়েছে এবং এটা ভালো হতো যদি তারাই (সৌদি) এ বিষয়ে নিরাপত্তা পরিষদে আবেদন জানাত। তবে সবার আগে আমাদের বিস্তারিত তথ্য জানা উচিত।

যুক্তরাষ্ট্র বার বার বলছে, সৌদি তেলক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। যদিও ইরান শুরু থেকে এটি অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর চাপ তৈরি করতে। তবে ভেটো ক্ষমতা সম্পন্ন রাশিয়া এবং চীনের কারণে তা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ইরানকে ‘সুরক্ষা’ দিচ্ছে এই দেশ দুটি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড