• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়ার টহল জাহাজে হামলা করায় আটক উত্তর কোরিয়ার দুই নৌযান

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০
রাশিয়া-উত্তর কোরিয়া
রাশিয়ার টহল জাহাজে হামলা করায় আটক উত্তর কোরিয়ার দুই নৌযান, ছবি : দ্য মস্কো টাইমস

নিজেদের পানিসীমা থেকে উত্তর কোরিয়ার দুটি নৌযান আটক করেছে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী। জাপান সাগরে রাশিয়ান টহল জাহাজে হামলা করায় ওই দুটি নৌযান আটক করে তারা। মঙ্গলবার রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য জানায়।

তাসের বরাত দিয়ে রাশিয়ান গণমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার দুটি নৌযান থেকে রাশিয়ার টহল জাহাজে হামলা করা হয়। এতে তিনজন সামরিক কর্মকর্তা আহত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করবে তারা। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার নৌযানগুলো রাশিয়ার পানিসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করলে সেগুলো থেকে গুলি ছোঁড়া হয়। এরপরই নৌযান দুটিকে আটক করে রাশিয়া।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড