• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে হামলার বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে রাশিয়ার হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪
রাশিয়া
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, ছবি : পার্সটুডে

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় কারা হামলা চালিয়েছে তা নিয়ে আলোচনা চলছেই। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা ইরান চালিয়েছে এবং তাদের দেশ থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যদিও শুরু থেকেই এমন দাবি অস্বীকার করে আসছে ইরান।

এ দিকে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটি জানায়, হামলা বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। খবর পার্সটুডের

এ সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, এই হামলার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্তে না আসতে সব দেশকে আহ্বান জানাচ্ছি আমরা। কারণ, দ্রুত সিদ্ধান্তের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আমরা সব দেশকে এ ব্যাপারে যোগাযোগের ভেতরে থাকার জন্য আহ্বান জানাব যাতে পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে আসে।

শনিবারের ড্রোন হামলার পর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এর দায় স্বীকার করেছে। এরপরও হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব এখনো এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড