• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০
ইরান-যুক্তরাষ্ট্র
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনী, ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনী। মঙ্গলবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনায় না যাওয়ার বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খামেনী। এতে ট্রাম্প-রুহানি বৈঠকের আর কোনও সম্ভাবনা থাকল না।

খামেনী বলেন, ইরানি কর্মকর্তারা কখনোই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। ইরানের ওপর চাপ সৃষ্টি করা হলো তাদের (আমেরিকার) নীতি। তবে তাদের এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সফল হয়নি।

গত কয়েকদিন ধরেই ট্রাম্প-রুহানির মধ্যে বৈঠক হতে পারে বলে গুঞ্জন চলছে। ধারণা করা হচ্ছিল, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে আলোচনায় বসবেন দুই নেতা। তবে শেষ পর্যন্ত এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইরান।

প্রসঙ্গত, সৌদি তেলক্ষেত্রে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা চালিয়েছে ইরান। যদিও শুরু থেকেই এ দাবি অস্বীকার করে আসছে ইরান কর্তৃপক্ষ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড