• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোরাই তেলসহ ফের ট্যাংকার আটক করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮
তেলবাহী ট্যাংকার
ইরানি সেনাদের হাতে আটককৃত তেলবাহী ট্যাংকার। (ছবিসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন)

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে প্রায় আড়াই লাখ লিটার চোরাই তেলসহ একটি ট্যাংকার আটক করেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী ওজমায়ি গণমাধ্যমে এই জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, 'সোমবার স্থানীয় সময় বিকালে প্রায় আড়াই লাখ লিটার চোরাই তেলসহ ট্যাংকারটিকে জব্দ করা হয়। এ সময় জাহাজটিতে অবস্থানরত মোট ১১ জন ক্রু ছিলেন। বর্তমানে তাদের আইআরজিসি সেনাদের কাছ থেকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।'

ব্রিগেডিয়ার জেনারেল আলী ওজমায়ি আরও বলেন, 'ইরানের উপকূলীয় শহর 'বান্দার লেঙ্গে' থেকে চোরাই তেল বহন করে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে হরমুজ প্রণালী থেকে জাহাজটিকে আটক করা হয়। অভিযানটি পরিচালনার সময় জাহাজটি ইরানের 'তোম্বে বোজোর্গ' দ্বীপ থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।'

জাহাজটির ১১ জন ক্রু ঠিক কোন দেশের নাগরিক তা না জানিয়েই আইআরজিসির এ কর্মকর্তা বলেন, 'কর্মীদের এরই মধ্যে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া জাহাজটি এখনো আইআরজিসির হেফাজতে আছে।'

বিশ্লেষকদের মতে, চলতি মাসে এ নিয়ে তেল চোরাচালানের সঙ্গে জড়িত দ্বিতীয় ট্যাংকার আটক করল তেহরান। এর আগে গত ৭ সেপ্টেম্বর ইরানি কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় তিন লাখ লিটার তেলসহ একটি বিদেশি জাহাজ আটক করেছিল। যেখানে থাকা মোট ১২ ক্রুকেও আটক করা হয় যাদের সবাই ফিলিপাইনের নাগরিক।

আরও পড়ুন :- ‘নিজে ধর্ষিত হয়েছি, এবার ভয়ে আছি সন্তানদের নিয়ে’

এর আগে গত ১৯ জুলাই হরমুজ প্রণালি থেকে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী একটি ট্যাংকার আটক করেছিল। ৩০ হাজার টন পণ্য বহনে ক্ষমতা সম্পন্ন খালি ট্যাংকারটি তেল আনার জন্য সৌদি আরবের দিকে যাচ্ছিল।

সূত্র : 'পার্সটুডে'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড