• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইইউও এখন ব্রেক্সিট চায়, দাবি বরিসের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩
বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। (ছবিসূত্র : রয়টার্স)

চলমান ব্রেক্সিট সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন পদক্ষেপের বিষয়ে এবার নিজের মত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, 'ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত এখন ব্রেক্সিট চুক্তিটির বাস্তবায়ন চায়।'

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার এবং ইইউ'র প্রধান সমঝোতাকারী মিচেল বার্নিয়ার সঙ্গে একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রী বরিস এ কথা বলেন। খবর 'রয়টার্সে'র।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বরিস জনসন বলেন, 'ইইউ যেহেতু এখনো ব্রেক্সিট চাইছে; তাই আগামী ৩১ অক্টোবরের পর ব্রেক্সিটের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আলোচনার আর কোনো যুক্তি থাকে না।'

যদিও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঙ্কার বলেছিলেন, 'ব্রিটেনে এখন পর্যন্ত আমাদের চুক্তি করার মতো বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি। তাই বিষয়টা এখনো প্রক্রিয়াধীন অবস্থাতেই আছে।'

এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ছাড়াই লুক্সেমবার্গে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেল। ব্রেক্সিট ইস্যুতে চলমান বিক্ষোভের মুখে বরিস পূর্ব নির্ধারিত সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বলে দাবি সংশ্লিষ্টদের।

অপর দিকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনসিটিএডি) পর্যন্ত একটি চুক্তিহীন ব্রেক্সিট নিয়ে ব্যাপক উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেন যদি কোনো ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করে তাহলে যুক্তরাজ্যকে অবশ্যই অন্তত ১৬ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্য হারাতে হবে। আর যার পরোক্ষ ক্ষতির পরিমাণ হবে আরও অনেক বেশি।

যদিও লেবার পার্টির নেতা জেরেমি করবিন মনে করেন, 'প্রধানমন্ত্রী বরিস জনসন কখনোই জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তিনি কেবলই নিজ দলের সদস্যের ভোটে নির্বাচিত; তাই তাকে কোনোদিন গণতন্ত্রের পক্ষের লোক বলে বিবেচনা করা যাবে না।'

করবিনের ভাষায়, তিনি (বরিস) রাজনীতিতে সবসময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন। আর এ কারণেই ব্রিটিশ জনগণ বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা ও চাকরিতে দুর্ভোগ পোহাচ্ছে।'

এর আগে চলতি বছরের মে মাসে ব্রেক্সিট ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে না পারায় আচমকা পদত্যাগের ঘোষণা দেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। মূলত তার সরে দাঁড়ানোর পর দেশটির নতুন নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থি নেতা বরিস জনসন।

আরও পড়ুন :- পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালেন বরিস জনসন

যদিও নির্বাচিত হওয়ার পর থেকে আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন তিনি। প্রয়োজনে একটি চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড