• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাখির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে নিহত অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩১
অস্ট্রেলিয়া
পাখির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে নিহত অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট; ছবি : বিবিসি

আক্রমণাত্মক একটি ম্যাগপাই পাখি থেকে বাঁচতে গিয়ে বাইসাইকেল দুর্ঘটনায় এক সাইক্লিস্ট নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার সাউথ সিডনির একটি পার্কে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত হওয়া সাইক্লিস্ট ৭৬ বছর বয়সী একজন বৃদ্ধ। সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ম্যাগপাই পাখি তাকে আক্রমণ করে। আক্রমণ থেকে বাঁচতে গিয়ে পার্কের বেড়ায় ধাক্কা খান তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং শেষ পর্যন্ত নিহত হন এই সাইক্লিস্ট।

অবশ্য আঘাত পাওয়ার পর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছে।

বসন্তে ম্যাগপাইয়ের আক্রমণ অস্ট্রেলিয়ায় নিয়মিত একটি ব্যাপার। সাইক্লিস্ট এবং পথচারীরা প্রায়ই এই পাখির হামলার শিকার হন। যদিও মারাত্মক দুর্ঘটনা খুব কমই ঘটে। এ দিকে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে গত কয়েকদিনে ম্যাগপাই পাখির আক্রমণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড