• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্য আফ্রিকায় বিদ্রোহীদের সংঘর্ষে ২৩ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৫
আফ্রিকা
(ছবি : সংগৃহীত)

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে হওয়া সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশটিতে জাতিসংঘ নিযুক্ত শান্তিরক্ষা মিশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ‘আনাদলু এজেন্সি’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ওই বিবৃতিতে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) সুদানের বর্ডারের নিকটে পূর্ব বাইরাও অঞ্চলে স্থানীয় দুই বিদ্রোহী সংগঠন 'দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য রেনেসাঁস অফ দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক' (এফপিআরসি) এবং 'দ্য মুভমেন্ট অফ সেন্ট্রাল আফ্রিকান ফ্রিডম ফাইটার্স ফর জাস্টিস' (এমএলসিজি)-এর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ২৩ জন নিহত হয়। শান্তিরক্ষী বাহিনীর এক সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছে।

এই গ্রুপ দুইটি গত ফেব্রুয়ারি মাসে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে মিশনের পক্ষ থেকে জানিয়েছে, বিগত কয়েক মাসে তাদের ঘটানো সংঘর্ষের কারণে এখনো শান্তিরক্ষা মিশন ফেরত আনা সম্ভব নয়।

২০১৩ সালে সেলেকা বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্কেস বোজিজাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড