• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিপ্লোম্যাটের প্রচ্ছদে শেখ হাসিনা

  অধিকার ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৩
শেখ হাসিনা
প্রচ্ছদে শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলে ভূষিত করা হয় (ছবি- সংগৃহীত)

নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের স্বনামধন্য ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’ এর সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। প্রচ্ছদের শিরোনাম করা হয়েছে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাজধানী হেগের এক হোটেলে এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির প্রকাশক মেইলিন ডি লারার উপস্থিতিতে প্রচ্ছদের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক কর্মকর্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।

বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও ম্যাগাজিনটির প্রকাশক মেইলিন ডি লারা (ছবি- সংগৃহীত)

এ সময় রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ম্যাগাজিনটির প্রকাশক মেইলিন ডি লারাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিপ্লোম্যাটের চলতি সংখ্যার প্রচ্ছদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করায় প্রকাশককে ধন্যবাদ। মানবতার জন্য শেখ হাসিনার ত্যাগ উপস্থাপন করা হয়েছে এতে। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বাঁচাতে সীমান্তের দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের আশ্রয় নিয়েছেন। যা মানবতার অনন্য দৃষ্টান্ত।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশ শুধু আশ্রয়ই দেয়নি। তাদের খাবার ও স্বাস্থ্যের বিষয়েও খেয়াল রেখেছে। তাই বিশ্বের সব দেশের উচিৎ রোহিঙ্গা প্রত্যাবসনে বাংলাদেশের পাশে থাকা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে সরকারি হিসাবে যার পরিমাণ ১০ লক্ষাধিক। বৃহৎ জনগোষ্ঠীর রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ায় সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন বিশ্ব নেতারা।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড