• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২০ সালের মধ্যে আখাউড়া-আগরতলা ট্রেন চালু হবে : জিতেন্দ্র সিং

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০
রেল
(ছবি : প্রতীকী)

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাকে আখাউড়ার সঙ্গে সংযুক্ত করতে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

২০১৮ সালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন বলা হয়েছিল ২০১৯ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এই প্রকল্পের আওতায় ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫৭ কোটি টাকা।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে আলোচনার পর জিতেন্দ্র সিং বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলের জন্য এটা বিরাট সাফল্য। ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চালু হবে। এ ট্রেন প্রকল্পের নিকটতম অংশের (ভারতের অংশ) অর্থায়ন করবে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। কাজের অগ্রগতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড