• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে গোবরের ট্যাংকে ডুবে চার ভারতীয়র মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩
ইতালি
ইতালিতে গোবরের ট্যাংকে ডুবে চার ভারতীয়র মৃত্যু, ছবি : বিবিসি বাংলা

ইতালিতে গোবরের ট্যাংকে ডুবে চার ভারতীয় শিখ মারা গেছেন। দেশটির এক দুগ্ধ খামারে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া সবাই পুরুষ। এদের চারজনের মধ্যে দুজন ছিলেন খামারের মালিক। বাকি দুজন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলে পাভিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মারা যাওয়া সবাই ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে এসেছিলেন। গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা যান বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

দুগ্ধ খামারে এরা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। তখন একজন ট্যাংকের ভেতর পড়ে যান। ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়া একজনকে উদ্ধারের জন্য বাকি তিনজন ট্যাংকের ভেতর লাফ দিলে চারজনই মারা যান।

ইতালির গণমাধ্যমের খবর অনুযায়ী, এরেনা পো নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার। বৃহস্পতিবার দুপুরে খামারের দুই মালিক এবং দুই কর্মচারী বাসায় খেতে যাননি। এতে তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে গিয়ে খামারীদের মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে মৃতদেহগুলো উদ্ধার করে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড