• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০৫০ সালের মধ্যে পৃথিবীজুড়ে দেখা দিবে তীব্র খাদ্য সংকট : জাতিসংঘ

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৩
খাদ্য
(ছবি : সংগৃহীত)

আবহাওয়া পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে সারা বিশ্বের জন্য একটি বিরাট সমস্যা। আবহাওয়া পরিবর্তন আগামী দিনগুলিতে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে খাদ্য উৎপাদনের হার অনেকটাই কমে যাবে।

ওই প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যের চাহিদা প্রায় ৫০ শতাংশ বেড়ে যাবে তখন। আর উৎপাদন কমে যাবে প্রায় ৩০ শতাংশ। তাই এই তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে।

জাতিসংঘের প্রাক্তন সেক্রেটারি জেনারেল বান কি মুন পরিচালিত দ্য গ্লোবাল কমিশন ‌অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর তথ্য মতে, আগামী দিনে ভয়ঙ্কর খাদ্য সংকটের মুখোমুখি হতে চলেছে সারা বিশ্ব। ‌দ্য গ্লোবাল কমিশন ‌অন অ্যাডাপ্টেশন–এর ১৯টি দেশের মধ্যে রয়েছে ভারতও।

জিসিএ রিপোর্টের তথ্য মতে, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী জুড়ে চাষ আবাদের বহু জমির উর্বরতা নষ্ট হবে। উৎপাদন ক্ষমতা হারাবে। তৈরি হবে মরুভূমি। খাদ্য সংকটের ফলে দেখা দেবে বৈষম্য। ফলে মনুষ্য সমাজের বিভিন্ন প্রজাতি বিলুপ্তির দিকে এগিয়ে যাবে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড