• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মমতার ওপর হামলা : ৩০ বছর পর বেকসুর খালাস লালু আলম

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫২
মমতা
(ছবি : সংগৃহীত)

প্রায় তিন দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নৃশংস হামলার দায়ে অভিযুক্ত লালু আলমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সাক্ষ্যপ্রমাণের অভাবে দোষ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আলিপুর কোর্টের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও সেশন বিচারক পুষ্পল সতপথি এই রায় দেন।

এইদিন অভিযুক্তর আইনজীবী আবেদন করেন দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই তিন দশকে মারা গিয়েছেন বহু সাক্ষী। এমন পরিস্থিতিতে এই মামলা বন্ধ করে দেওয়া হোক। আইনজীবীদের কথা শুনে আদালত মনে করে উপযুক্ত প্রমাণের অভাবে লালুকে বেকসুর খালাস করে দেওয়া যেতে পারে।

তৃণমূল সুপ্রিমোকে গত মাসে সাক্ষী দেওয়ার জন্য ডাক পাঠায় আদালত। ব্যস্ততা ও আইনশৃঙ্খলার কারণে আদালতে উপস্থিত হয়ে জেরার সম্মুখীন হতে পারেননি মমতা। ভিডিও কনফারেন্সের ব্যবস্থাও করা যায়নি বলে জানান সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায়।

১৯৯০ সালের ১৬ আগস্ট তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী মমতার উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীকারীরা। মাথায় গুরুতর চোট পান মমতা। বেশ কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছিল।

সেই সময় সিপি (আই) এম নেতা বাদশাহ আলমের ভাই লালু আলম এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড