• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইট হাউজে আড়িপেতে ধরা ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৭
ট্রাম্প
(ছবি : সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিষয়ে আড়িপেতে তথা গোপনভাবে নজরদারি করতে হোয়াইট হাউজের নিকটে 'স্টিংরে সারভ্যালেন্স ডিভাইস' স্থাপন করেছে ইসরায়েল। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা 'আনাদলু এজেন্সি'র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলোর তদন্তে ইসরায়েলের এই বেআইনি কর্মকাণ্ড স্পষ্ট হয়েছে এবং এই কর্মকাণ্ডের বিষয়ে জ্ঞাত ছিলেন প্রাক্তন তিন কর্মকর্তা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেন, ‘এটা পুরোপুরি পরিষ্কার যে ইসরায়েলিরা এই কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল।’

তবে এই ঘটনাকে ‘পরম বাজে’ অভিহিত করে তা অস্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র এলাদ স্ট্রোহমায়ার।

তিনি পলিটিকোকে বলেন, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি পরিচালনা করে না।’

তবে এই বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো বক্তব্য দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড