• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদ স্থগিত বিষয়ে রানিকে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করলেন বরিস

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭
যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ছবি : বিবিসি

সংসদ স্থগিতের বিষয়ে রানিকে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, রানিকে এ বিষয়ে কোনো মিথ্যা বলেননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বরিস জনসন স্কটল্যান্ডের সর্বোচ্চ বেসামরিক আদালতের নির্দেশনা নিয়ে আলাপ করছিলেন। ওই নির্দেশনায় তার সংসদ স্থগিতাদেশকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, সংসদ স্থগিতের বিষয়ে রানিকে মিথ্যা বলেছিলেন কি না। জবাবে বরিস জনসন বলেন, অবশ্যই না। ইংল্যান্ডের হাইকোর্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। এবার সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত নেবে।

অভিযোগ উঠেছে, সংসদ স্থগিতাদেশ বিষয়ে রানির কাছে মিথ্যা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অর্থাৎ, সংসদ স্থগিতাদেশ বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন তিনি। যদিও এবার পরিষ্কারভাবেই অভিযোগ অস্বীকার করলেন বরিস জনসন।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার নির্ধারিত তারিখ ৩১ অক্টোবরের আগে ৫ সপ্তাহের জন্য সংসদ স্থগিত রাখার ঘোষণা দেয় বরিস জনসন সরকার। তবে সরকারের মন্ত্রীরা তখন থেকেই বলে আসছেন, সংসদ স্থগিত করার অর্থ সংসদের মুখ বন্ধ করা নয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড