• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮
ট্রাম্প দম্পতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প। (ছবিসূত্র : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের অপরিশোধিত তেল বিক্রির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবার শিথিলের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবাজ হিসেবে পরিচিত দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্তের মাত্র দুইদিনের মাথায় তিনি এ ইঙ্গিতটি দেন।

কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম 'সিএনএন' জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে ওভাল অফিসে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়েই প্রেসিডেন্ট এই ঘোষণাটি দেন।

উপস্থিত সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'দেখা যাক কী করা যায়, আগামীতে ঠিক কী হয় দেখি। আমার মনে হয় ইরানের বিষয়ে এখনো একটা সম্ভাবনা আছে; আমি মনে করি উত্তর কোরিয়ার ব্যাপারটাও এখন ভাবা দরকার। এ দেশ দুটি নিয়ে আমরা অত্যন্ত উচ্চ পর্যায় থেকে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই দেশ দুটি নিয়ে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে।'

তিনি বলেন, 'তেহরানের সঙ্গে আমাদের এখনো বিরাট একটা সম্ভাবনা আছে। সেখানকার জনগণ অনেক ভালো। যে কারণে আমরা সেখানকার সরকারকে পরিবর্তনের চেষ্টা করছি না। আশা করি, ইরানের সঙ্গে অতি শিগগিরই একটা চুক্তিতে পৌঁছাতে পারব। যদি এ ধরনের চুক্তি হয় তাহলে সেটা আমাদের সকল পক্ষের জন্যই ভালো। আমার বিশ্বাস তারাও এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে।'

যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা দুই শতাংশ কমে গেছে।

এ দিকে বিশ্লেষকদের মতে, বেশ কয়েক বছর যাবত সদ্য বহিষ্কৃত মার্কিন উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। এমনকি তিনি আসন্ন যুদ্ধর জন্য সব ধরনের প্ররোচনাও দিয়েছেন।

অপর দিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট নিজের এমন বক্তব্য দিলেও তিনি তেহরানের বিরুদ্ধে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। যেখানে তেহরানকে আবারও অভিযুক্ত করে তিনি বলেছিলেন, 'তারা (তেহরান) পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। যা আমরা কখনোই হতে দিতে পারি না।'

আরও পড়ুন :- গাজার পর এবার জর্ডান উপত্যকা দখলের হুমকি ইসরায়েলের (ভিডিও)

আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর সুযোগ দেব না উল্লেখ করে ট্রাম্প বলেন, 'এখনো যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার চিন্তা করে থাকে; তাহলে আমি তাদের এটাই বলতে চাই যে, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য অত্যন্ত বিপদজ্জনক। ভীষণ, ভীষণ বিপদজ্জনক।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড