• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোজাম্বিকে নির্বাচনি সমাবেশে পদপিষ্টে ১০ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২
সমাবেশ
মোজাম্বিকে চলছে প্রেসিডেন্টের নির্বাচনি সমাবেশ। (ছবিসূত্র : ভয়েস অফ আমেরিকা)

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনি সমাবেশে হওয়া বিশৃঙ্খলা থেকে পদদলিত হয়ে নারীসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে বেশ কিছু সমর্থক। কর্তৃপক্ষের দাবি, দেশব্যাপী আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র মাস খানেক আগে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোট একটি স্টেডিয়ামে সমাবেশটি অনুষ্ঠিত হয়। যেখানে এত বেশি সংখ্যক লোকের জমায়েত ছিল যে সমাবেশটি শেষে বেরিয়ে আসার সময় ক্ষমতাসীন এই দলটির সমর্থকদের মধ্যে সৃষ্ট হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্ষমতাসীন ফ্রিলিমো দল এক বিবৃতিতে জানায়, 'দুর্ভাগ্যবশত আমাদের দলের অন্তত ১০ সমর্থক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৮৫ জন গুরুতর আহত হন। বর্তমানে তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।'

সমাবেশে অংশ নেওয়া ক্ষমতাসীন নেতা বেনিয়ামিন নুমায়ো বার্তা সংস্থা 'এএফপি'কে বলেছেন, 'সমাবেশ স্থলটি ভীষণ বিশৃঙ্খলাপূর্ণ ছিল। কেননা সেখানে বের হওয়ার পথগুলো অনেকক্ষণ যাবত বন্ধ ছিল।'

বেনিয়ামিন নুমায়ো আরও বলেন, 'ফ্রিলিমো দলের প্রার্থী প্রেসিডেন্ট নিউসি বক্তৃতা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণ ত্যাগ করার পর পথগুলো খুলে দেওয়া হয়। এতে এক সঙ্গে তাড়াহুড়া করে অনেক লোক বের হতে গেলে দুর্ঘটনাটি ঘটে। যেখানে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৬ নারী ও চার পুরুষের প্রাণহানি হয়।'

আরও পড়ুন :- সংসদ ভেঙে কানাডায় নির্বাচনি ডাক দিলেন ট্রুডো

আগামী ১৫ অক্টোবর আফ্রিকার পূর্বাঞ্চলীয় এই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার প্রেসিডেন্ট নিউসি টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড