• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেসরকারি স্কুলে বিনামূল্যে খাবার পানি দেওয়ার নির্দেশ শারজাহ শাসকের

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২০
সংযুক্ত আরব আমিরাত
বেসরকারি স্কুলে বিনামূল্যে খাবার পানি দেওয়ার নির্দেশ শারজাহ শাসকের (ছবি : খালিজ টাইমস)

সব বেসরকারি স্কুল ও শিশুশালায় বিনামূল্যে বোতলজাত খাবার পানি সরবরাহ করার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের শাসক ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশেমি। ইতোমধ্যে এটি নিয়ে কাজ শুরু করেছে শারজাহর ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শারজাহ শহরে ১১৬টিরও বেশি বেসরকারি স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থী আছে প্রায় ২ লাখ। অন্য দিকে শিশুশালা আছে ১৩৫টি যেখানে ৬ হাজার ৫০০ শিশু যাওয়া-আসা করে।

দুবার শাসকের এমন উদ্যোগ সম্পর্কে শারজাহর ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রাশিদ আল-লিম বলেন, এটা তার মহানুভবতা। তিনি চান সমাজের সব স্তরের মানুষ উন্নত জীবনযাপন করুক। এমনকি এই উদ্যোগের কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত হবে।

গত বছর শারজার শাসক সরকারি সব স্কুল ও নার্সারিতে বিনামূল্যে খাবার পানি সরবরাহের নির্দেশ দিয়েছিলেন। তখন থেকে ১১৪টি সরকারি স্কুল ও ২৭টি নার্সারিতে বিনামূল্যে খাবার পানি দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার বেসরকারি স্কুল ও নার্সারিতে পানি সরবরাহের নির্দেশ দেওয়া হলো।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড