• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতানিয়াহুর পশ্চিমতীর দখলের ঘোষণাকে অবৈধ বলল জাতিসংঘ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩
জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। (ছবিসূত্র : ইউরো নিউজ)

গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরবর্তী জর্ডান উপত্যকাও দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এরই মধ্যে তার সেই দখলদারিত্ব পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, 'নেতানিয়াহুর সেই পরিকল্পনা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি। যা বিশ্ব সম্প্রদায় কখনো মেনে নেবে না।'

তাছাড়া সংস্থাটির মুখপাত্র স্টিফেন ‍দুজারিক বলেছেন, 'ইসরায়েলের এমন পদক্ষেপ যদি বাস্তবায়ন করা হয়ে তাহলে তারা আন্তর্জাতিক আইনকে ভয়াবহভাবে লঙ্ঘন করবে। যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এক বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে।'

এর আগে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় এক টেলিভিশন দেওয়া ভাষণে ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবৈধ দখলদারিত্বের এ ঘোষণা দেন।

নেতানিয়াহু বলেন, 'ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী হলে আমার সরকার জর্ডান উপত্যকা দখল করবে। তাছাড়া পশ্চিম তীরবর্তী সকল এলাকায় নতুন করে আরও অনেক ইহুদি বসতি স্থাপন করা হবে। যদিও এর আগে বিষয়টি নিতে আমাদের সবচেয়ে বড় মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শও নেওয়া হবে।'

ইসরায়েলি প্রধানমন্ত্রী

জর্ডান উপত্যকা দখলের ঘোষণার ঘোষণা দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। (ছবিসূত্র : দ্য ন্যাশনাল)

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'দ্য টাইমস অফ ইসরায়েল' জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত এর ঠিক সাত দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের মাধ্যমে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

কাতারভিত্তিক গণমাধ্যম 'আল-জাজিরা'র প্রতিবেদনে জানানো হয়, জর্ডান উপত্যকা দখলদার ইসরায়েলি সেনা বাহিনীর নিয়ন্ত্রিত এমন একটি অঞ্চল, যেখানে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি এবং ১১ হাজারের অধিক অবৈধ ইহুদি নিবাস স্থাপনকারীর বসবাস।

টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, 'আমি আজ সকল ইসরায়েলিদের উদ্দেশে ঘোষণা করছি, নতুন সরকার গঠনের পর দেশের সার্বভৌমত্ব জর্ডান উপত্যকা এবং উত্তর মৃত সাগর পর্যন্ত প্রয়োগ করব। নির্বাচনে জনগণ তথা আপনাদের রায় পেলেই কেবল তাৎক্ষণিকভাবে পদক্ষেপটি বাস্তবায়ন করা হবে।'

এ দিকে বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ ভাগ অঞ্চল নিয়ে উত্তর মৃত সাগর (ডেড সি) এবং জর্ডান উপত্যকা গঠিত। যা অবৈধভাবে দখলের মাধ্যমে ইসরায়েল তাদের দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড আরও বড় করে নিতে চাচ্ছে।'

অপর দিকে গত বুধবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন এই দখলদারিত্বের অঙ্গীকার ইস্যুতে কথা বলেছেন হোয়াইট হাউসে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা। তার মতে, 'এই মুহূর্তে মার্কিন নীতিতে আর কোনো পরিবর্তন হবে না। আমরা ইসরায়েলের আসন্ন নির্বাচনের পর অঞ্চলটিতে আরও বেশি শান্তির জন্য আমাদের লক্ষ্যগুলো প্রকাশ করব।'

আরও পড়ুন :- গাজার পর এবার জর্ডান উপত্যকা দখলের হুমকি ইসরায়েলের (ভিডিও)

হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও বলেছেন, 'তারা আমাদের অন্যতম বন্ধু দেশ; তাই অন্য সব রাষ্ট্রের চেয়ে তাদের সঙ্গে মার্কিনিদের সখ্যতা খানিকটা বেশি। যে কারণে খুব শিগগিরই অঞ্চলটিতে দীর্ঘ-প্রত্যাশিত নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থিতিশীলতা আনয়নের জন্য সর্বোত্তম পথ নির্ধারণের লক্ষ্যে কাজ করা হবে।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড