• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে এনআরসি তালিকায় নাম নেই ইসরো বিজ্ঞানীর

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮
ইসরো
(ছবি : প্রতীকী)

ভারতে সম্প্রতি প্রকাশিত জাতীয় নাগরিক তালিকায় (এনআরসি) নাম নেই ইসরোর বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামীর। 'সবাই নাকি বিদেশি!' এন আর সি ইস্যুতে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহরমপুরের পাঁচবারের সাংসদ বলেন, যে চন্দ্রযান নিয়ে দেশ গর্ব করছে, তারই বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামী তালিকা অনুযায়ী ভারতের নাগরিক নয়।

তিনি বলেন, 'ভারত সরকারের মন্ত্রীরা বাংলাদেশে গিয়ে বলে এলেন এনআরসি একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। কাউকে বাংলাদেশে পাঠানো হবে না। তাহলে যাদের নাম তালিকায় নেই, তাদের নিয়ে কী করা হবে? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? জেলে পোরা হবে? নাকি মাঠে-ঘাটে বসিয়ে রাখা হবে? এ ব্যাপারে সরকারের কোনো স্পষ্ট নীতি নেই।'

তিনি এ দিন মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্ত করে বলেন, 'অনেকের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু এটা অসমের ব্যাপার। বাংলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড