• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরিদের সমর্থনে বিশাল জলসার ডাক ইমরান খানের

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০২
জম্মু-কাশ্মীর
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি : সংগৃহীত

কাশ্মীরিদের সমর্থনে এবার বিশাল জলসা করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন তিনি।

টুইটে ইমরান খান লিখেন, আগামী ১৩ সেপ্টেম্বর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিশাল জলসা করতে যাচ্ছি। এর মাধ্যমে কাশ্মীরে চলমান পরিস্থিতি সম্পর্কে বিশ্বকে বার্তা দিতে চাই এবং কাশ্মীরিদের বোঝাতে চাই, পাকিস্তানিরা তাদের সঙ্গে আছে।

সম্প্রতি জাতিসংঘের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল পাকিস্তান কিন্তু ভারত এই দাবির তীব্র বিরোধিতা করেছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে নয়াদিল্লি কাশ্মীরবাসীর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে বার বার আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ করছে পাকিস্তান। যদিও ভারত শুরু থেকেই তাদের অবস্থান পরিষ্কার করে আসছে।

প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে ভারত সরকার। তখন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড