• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে তিন সন্তানকে বাঁচাতে যেয়ে পানিতে ভেসে গেলেন বাবা

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৪
ভারত
ভারতে তিন সন্তানকে বাঁচাতে যেয়ে পানিতে ভেসে গেলেন বাবা, ছবি : সংগৃহীত

বাবা-মায়েদের কাছে তাদের সন্তানদের চেয়ে প্রিয় আর কিছুই নেই। স্বীকৃত এই সত্যটিকে আরো একবার প্রমাণ করলেন ভারতের মধ্য প্রদেশের কোলার অঞ্চলের বাসিন্দা রিজওয়ান খান। তিন সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ৩৫ বছরের রিজওয়ান খান তার পরিবারের সঙ্গে কোলারের বাবা ঝিরিতে পিকনিক করতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, তিন সন্তান, শ্যালক এবং পরিবারের আরও কয়েকজন।

এক পর্যায়ে সেখানে হঠাৎ বন্যার পানি ঢুকতে শুরু করে। তখন তিন সন্তানকে নিরাপদ স্থানে বের করে আনতে পারলেও পাথরের ফাঁকে পা আটকে যাওয়ায় নিজে বের হতে পারেননি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এমনটিই জানিয়েছেন।

পাথরে আটকে যাওয়া রিজওয়ানকে প্রথমে তার স্ত্রী ও শ্যালক বাঁচানোর চেষ্টা করেন। এরপর সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয়রাও। কিন্তু বন্যার পানির তোড় অনেক বেশি থাকায় রিজওয়ানকে সেখান থেকে বের করে আনা যায়নি। শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয় তার মৃতদেহ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড