• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১০
ফিলিপাইন
ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে (ছবি : সংগৃহীত)

ফিলিপাইনে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিনগোর বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম জিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা ১ হাজার ২১ জন। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর এ সংখ্যা ছিল ৬২২ জন।

এনরিক ডোমিনগো বলেন, মারা যাওয়া ১ হাজার ২১ জনের মধ্যে ৪০ শতাংশই শিশু যাদের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৩৩২। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ২২৪।

চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতার কারণে ৬ আগস্ট এটিকে জাতীয় মহামারী ঘোষণা করে ফিলিপাইন। তখন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিস্কো দুকু বলেছিলেন, কোন এলাকায় সাহায্য বেশি দরকার সেটি চিহ্নিত করার জন্য মহামারী ঘোষণা করা হয়েছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড