• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতানিয়াহুর পশ্চিম তীর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব নেশন্স

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯
ইসরায়েল
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ছবি : বিবিসি নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি জর্ডান সীমান্তে অবস্থিত পশ্চিম তীরের একটি অংশ দখলের পরিকল্পনার কথা বলেন। তার এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব নেশন্স।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার নেতানিয়াহু জানান, আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে পারলে জর্ডান উপত্যকা এবং নর্দার্ন ডেড সি পার হয়ে ইসরায়েলি সার্বভৌমত্ব নিশ্চিতের চেষ্টা করবেন।

জর্ডান, তুরস্ক এবং সৌদি আরবের কর্মকর্তারা নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র সমালোচনা করেন। এ দিকে আরব লীগ সমালোচনা করে বলে, এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটি যুদ্ধের শুরু করবে।

ফিলিস্তিনের কূটনীতিক সায়েব এরেকাত বলেন, এ ধরনের কর্মসূচি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে এবং শান্তি প্রতিষ্ঠার সব সম্ভাবনাকে নষ্ট করবে।

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি থাকলেও ফিলিস্তিনিরা পুরো অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। যদিও নেতানিয়াহু বার বার বলেছেন, নিরাপত্তাজনিত কারণে জর্ডান উপত্যকায় তাদের উপস্থিতি থাকবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড