• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার যুদ্ধবাজ বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প 

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০১
জন বোল্টন
জন বোল্টন ( ছবি : সংগৃহীত )

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে তার পদ থেকে বহিষ্কার করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি যে, হোয়াইট হাউজে তার আর আসার প্রয়োজন নেই।’

টুইটারে তিনি বলেন, ‘আমি তার অনেক পরামর্শের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছি এবং আমার প্রশাসনের ব্যাপারেও তার সঙ্গে আমি ব্যাপারে দ্বিমত পোষণ করেছি। তাই আমি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

ট্রাম্প টুইটারে আরও লিখেছেন, ‘তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করব।’

এ বিষয়ে জন বোল্টন বলেছেন, ‘আমি গত রাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা এ বিষয়ে আগামী কাল কথা বলব।’

এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে কৌতুক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একবার হোয়াইট হাউসে বলেছিলেন, ‘এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।’

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড