• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যোগ দেয়ার পাঁচ মাস পরই কংগ্রেস ছাড়লেন উর্মিলা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭
ভারত
উর্মিলা মাতন্ডকর, ছবি : সংগৃহীত

যোগ দেয়ার মাত্র পাঁচ মাস পরই কংগ্রেস ছাড়লেন উর্মিলা মাতন্ডকর। মহারাষ্ট্রে আর কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন। তার আগে অসন্তুষ্ট উর্মিলা দলের মুম্বাই শাখায় দলাদলির অভিযোগ তুলে কংগ্রেস ছাড়লেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দলের অন্তর্দ্বন্দ্বের কথা তুলে উর্মিলা জানিয়ে দিয়েছেন দলের তুচ্ছ অন্তর্দ্বন্দ্বে জড়িত থাকতে চান না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা পরিষ্কার যে মুম্বাই কংগ্রেসের মুখ্য ব্যক্তিরা দলের উন্নতির জন্য সংগঠনে পরিবর্তন আনতে হয় অসমর্থ বা অনিচ্ছুক।

তিনি আরও বলেন, মুম্বাই কংগ্রেসে কোনো বড় লক্ষ্য পূরণের চেষ্টা না করে আমাকে তুচ্ছ দলাদলিতে ব্যবহার করা হবে। আমার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এটা মেনে নিতে পারব না।

গত লোকসভা নির্বাচনে জিততে পারেননি অভিনয় থেকে রাজনীতিতে আসা উর্মিলা। ৪৫ বছর বয়সী উর্মিলা মুম্বাই কংগ্রেসের সাবেক সভাপতি মিলিন্দ দেওরাকে লেখা একটি চিঠিতে ‘নির্লজ্জ বিশ্বাসঘাতকতার' অভিযোগও তুলেছেন।

সেই চিঠির প্রসঙ্গে উর্মিলা জানান, ওই চিঠির গোপনীয়তাকে অগ্রাহ্য করে তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়া হয়। এটা তার মতে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড