• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সব মহাসাগরের গভীরতম খাতে পৌঁছানোর রেকর্ড গড়েছেন যিনি

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০
যুক্তরাষ্ট্র
উল্লাস করছেন যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযাত্রী ভিক্টর ভসকভো, ছবি: বিবিসি

বলা হয়ে থাকে, মহাসাগরের গভীরতম খাতগুলো খুবই বিপজ্জনক। এগুলোতে অক্সিজেনের পর্যাপ্ত সাপোর্ট নিয়ে যাওয়া যেমন কষ্টকর তেমনি রয়েছে সাগরের বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর সব প্রাণির ভয়।

তবে সব ধরনের ভয়ই জয় করেছেন যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযাত্রী ভিক্টর ভসকভো। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে প্রত্যেকটি মহাসাগরের গভীরতম খাতে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভিক্টর ভসকভো সর্বশেষ আর্কটিক মহাসাগরের গভীরতম খাত মলয় ট্রেঞ্চে পৌঁছান। এই খাতটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে অবস্থিত।

নিজের এই কীর্তি সম্পর্কে ভসকভো বলেন, এগুলো করার দরকার ছিল। আমি একটি ধারণায় বিশ্বাস করি, আমরা শুধু বেঁচে থাকার জন্য বা আরাম করার জন্য আসিনি। কোনো না কোনো ক্ষেত্রে আমাদের অবদান রাখা প্রয়োজন। আমি এই দুঃসাহসিক অভিযানের মাধ্যমে সেই পথটিই বেছে নিয়েছি যেন আমরা আরও একধাপ এগিয়ে যেতে পারি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড