• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মস্কোয় নির্বাচন : এক তৃতীয়াংশ আসন হারালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১
প্রেসিডেন্ট পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। (ছবিসূত্র : ইউরো নিউজ)

রাশিয়ার রাজধানী মস্কোর সদ্য সমাপ্ত সিটি কাউন্সিল নির্বাচনে প্রায় এক-তৃতীয়াংশ আসন হারিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। যদিও এর পরও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ঠিকই ধরে রেখেছে দলটি।

রুশ বার্তা সংস্থা 'তাস' জানায়, গত রবিবার (৮ সেপ্টেম্বর) দেশটিতে অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে প্রায় বেশিরভাগ আসনের ফলাফল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। এখানে মোট ৪৫টির মধ্যে ২৬ আসন পেতে যাচ্ছে পুতিনের দল। তাছাড়া মস্কোর দলীয় প্রধানও এবারের নির্বাচনে পরাজয় বরণ করেছেন।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই বেশিরভাগ বিরোধী দলীয় প্রার্থীকে নিষিদ্ধ করা হয়েছিল। যা নিয়ে গত কয়েকদিনে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল দলগুলোর সমর্থকরা। যার অংশ হিসেবে পুলিশ এখন পর্যন্ত প্রায় শতাধিক বিরোধী নেতা-কর্মীকে গ্রেফতার করে রেখেছে।

ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত নির্বাচনে কমিউনিস্ট পার্টি ১৩ এবং উদার ও বামপন্থি দল তিনটি করে আসন পেতে যাচ্ছে।

আরও পড়ুন :- পার্লামেন্টে বরিসের আগাম নির্বাচনের প্রস্তাবও নাকচ

এবার মস্কো ছাড়াও আশপাশের বেশকিছু অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বড় জয় ছিনিয়ে এনেছে পুতিনের দল। নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার মাত্র ২২ শতাংশ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড