• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদে অক্ষত বিক্রম : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫
ভারত
ল্যান্ডার বিক্রম, ছবি : সংগৃহীত

ভারতীয় বিক্রম ল্যান্ডার চাঁদের বুকে অক্ষত আছে বলে দাবি করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরোর বিজ্ঞানীরা বলছেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টার কথা জানিয়েছেন ইসরোর এক কর্মকর্তা। তারা এখনো আশা ছাড়েননি বলেও নিশ্চিত করেছেন।

চাঁদের বুকে সফট নয়, হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের। তবে এই ঝাঁকুনিতে ভেঙে যায়নি বিক্রম। অরবিটারের পাঠানো ছবি দেখে বিক্রম অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরোর বিজ্ঞানীরা। যে নির্দিষ্ট জায়গায় নামার কথা ছিল, তার খুবই কাছে নেমেছে ল্যান্ডারটি।

অবশ্য বিক্রমের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন বেশ কঠিন হবে বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এর প্রতিটা অংশ যদি ঠিকভাবে কাজ করে এবং অ্যান্টেনা গ্রাউন্ড স্টেশন বা অরবিটারের দিকে মুখ করে থাকে তাহলেই আবারও যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড