• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাইলট ধর্মঘটে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩
ব্রিটিশ এয়ারওয়েজ
বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। (ছবিসূত্র : দ্য মেট্রো)

বিশ্বব্যাপী প্রথমবারের মতো টানা দুই দিনের জন্য ধর্মঘট পালন করছে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটরা। যার অংশ হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে নিজেদের সব ফ্লাইট বাতিল করে রেখেছে বিএ কর্তৃপক্ষ।

সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি নিউজ' জানায়, গত আগস্ট মাসের শেষ দিকে দ্য ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বিএএলপিএ) সদস্যরা যুক্তরাজ্যের বিমান সংস্থা বিএ কর্তৃপক্ষ বরাবর একটি সতর্ক বার্তা পাঠিয়েছিল।

যেখানে বলা হয়, সংস্থাটির অনুরোধ রক্ষা না হলে আগামী সেপ্টেম্বর মাসে বিমান সংস্থাটির সকল পাইলটরা টানা তিন দিনের জন্য ধর্মঘটে যাবেন। তাদের দাবি ছিল, কোম্পানি বর্তমানে মুনাফার যে অংশ পাইলটদের দিচ্ছে, তার পরিমাণ বৃদ্ধি করা।

আরও পড়ুন :- তীরে এসে তরী ডুবাল ভারতের ‘চন্দ্রযান-২’

যদিও বিএ কর্তৃপক্ষ তাদের সেই সতর্কতা সত্ত্বেও বিষয়টি ততটা আমলে নেয়নি। মূলত এসবের প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা আপাতত দুই দিনের জন্য কর্মবিরতি বা ধর্মঘট পালন করছে। যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে চেপে যুক্তরাজ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশগামী সকল যাত্রীরা এক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখে পড়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড