• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

'মুরগি ও ডিম'কে নিরামিষ ঘোষণার দাবি জানালেন শিবসেনার সাংসদ

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৮:৪৬
ভারত
(ছবি : সংগৃহীত)

মুরগির মাংস এবং ডিম এই দুটি খাবারকে নিরামিষ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানালেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। ভারতের আয়ুর্বেদিক মন্ত্রণালয়ের উচিত এই দুটি খাদ্যকে '‌আয়ুর্বেদিক'‌ হিসেবে ঘোষণা করা। রাজ্যসভায় আয়ুর্বেদ সংক্রান্ত আলোচনায় এমন মন্তব্য করেন সঞ্জয় রাউত।

রাজ্যসভায় দেওয়া বক্তব্যে সঞ্জয় রাউত বলেন, ‌একবার আমি নানদারবার এলাকার এক গ্রামে গিয়েছিলাম। সেখানকার আদিবাসী মানুষরা এসে আমাকে একটি খাবার পরিবেশন করেন। আমি খাবারটির নাম জিজ্ঞাসা করায়, তারা আমাকে জানায়, সেটি আসলে 'আয়ুর্বেদিক চিকেন'। তারা আরও বলে, ওই মুরগিগুলোকে এমনভাবে যত্ন করা হয়, যা খাওয়ার পর বিভিন্ন রকমের অসুখও সেরে যেতে পারে।

‌এরপরেই তিনি দাবি করেন, যে কেন্দ্রীয় আয়ুর্বেদ, যোগা ও ন্যাচারোপ্যাথি মন্ত্রণালয়ের উচিত মুরগির মাংস আর ডিমকে নিরামিষ ঘোষণার বিষয়টি নিয়ে ভেবে দেখা। তবে সঞ্জয় রাউতের এই ঘোষণার পরেই তুমুল সমালোচনার শিকার হন তিনি। অনেকে বলেন তাহলে ছাগলের এবং গরুর মাংসকেও নিরামিষ ঘোষণা করা হোক।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড