• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির বিমান ঘাঁটিতে হুথিদের ড্রোন হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৫:২৭
ড্রোন হামলা
সৌদির বিমান ঘাঁটিতে ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ। (ছবিসূত্র : প্রেস টিভি)

মধ্যপ্রাচ্যের কট্টর রক্ষণশীল দেশ খ্যাত সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে আচমকা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বিদ্রোহী সেনারা। শনিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সকালে চালানো এ হামলায় একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির পাঠানো বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করেছে চীনা বার্তা সংস্থা 'জিনহুয়া'।

বিবৃতিতে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেছেন, 'খামিস মাশিত এলাকার কিং খালিদ বিমান ঘাঁটিতে একাধিক ড্রোনের সাহায্যে একযোগে হামলাটি চালানো হয়েছে। যে কারণে সৌদির আগ্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।'

ইয়াহিয়া সারি আরও বলেন, এবারের ড্রোন হামলায় বিমান ঘাঁটিটির হ্যাঙ্গার এবং উড্ডয়ন স্থল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে হামলার পর পরই সৌদি আরবের জেদ্দা ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিং খালিদ বিমান ঘাঁটি অভিমুখী দুটি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়।'

বিবৃতিতে সামরিক বাহিনীর এ কর্মকর্তা বলেছিলেন, 'ইয়েমেনের নিরপরাধ বেসামরিকের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের হামলা অব্যাহত রাখার প্রতিশোধ হিসেবে এবারের ড্রোন হামলাটি চালানো হলো।'

আরও পড়ুন :- চীনা পণ্যে আরও ৫ শতাংশ শুল্কারোপ করলেন ট্রাম্প

এর আগে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হুথিসহ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীদের দমনের নামে নির্মম আগ্রাসন চালাতে থাকে সৌদি আরবসহ তার কয়েকটি মিত্র দেশ। যা এখনো অব্যাহত আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড