• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, ০৫:০৫
হিজবুল্লাহ নেতা
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ। (ছবিসূত্র : প্রেস টিভি)

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের শিয়া ও সুন্নী নির্বিশেষে সকল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এমনটাই দাবি করেছে পশ্চিম এশিয়ার দেশ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেখ আলী দামুশ বলেছেন, 'মার্কিন প্রশাসন এখন কেবল ইরান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, ফিলিস্তিনসহ অন্যান্য মুসলিম দেশে হামলার পাঁয়তারা করছে। একই সঙ্গে দেশটি বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের তীরবর্তী দেশসহ এদের মিত্র দেশগুলোকেও অপমান অপদস্থ করার চেষ্টা করছে।'

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, 'অঞ্চলটিতে মার্কিন মিত্র দেশগুলো ওয়াশিংটন এবং ইসরাইলের নিরাপত্তা এবং অঞ্চলে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার গুরুত্ব এরই মধ্যে উপলব্ধি করতে শুরু করেছে। তাছাড়া লেবাননে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রচেষ্টা অব্যাহত আছে।'

শেখ দামুশ বলেছেন, 'যে কারণে মার্কিন প্রশাসন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ এবং হুমকি দিয়ে, প্রচুর পরিমাণে অর্থ খরচ করে এবং গণমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করে প্রতিরোধকামী শক্তিগুলোকে তাদের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করেছে; যদিও এখন পর্যন্ত তারা এতে একটুও সফল হতে পারেনি।'

আরও পড়ুন :- স্বর্ণ আমদানিতে বিধিনিষেধ আংশিক প্রত্যাহার করল চীন

আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে আছে উল্লেখ করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এই নেতা বলেছিলেন, 'আমরা বর্তমানে আগের যেকোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী শক্তিগুলোকে মার্কিন সমর্থিতরা কখনই দুর্বল করতে সক্ষম হবে না। তাই আমাদের পরাজয়ের কোনো ভয় নেই। এবার শুধু সকলের এক জোট হওয়ার অপেক্ষা।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড