• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে আইএস-সেনা সংঘর্ষে নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৭:৩৬
আইএস
ছবি : সংগৃহীত

ইরাকি সেনাবাহিনী পূর্ব প্রদেশের দিয়ালায় আইএস হামলা প্রতিহত করার সময় সংঘর্ষে লিপ্ত হয়, যাতে চার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি এবং দুই ইরাকি সেনা নিহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

উগ্রপন্থি জঙ্গিরা বাগদাদ থেকে প্রায় ১৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে কারা-তাপ্পা শহরের পূর্বে ইরাকি সেনা চৌকিতে একটি আক্রমণ চালিয়েছিল, কিন্তু সেনারা পাল্টা লড়াই করে উগ্রপন্থি জঙ্গিদের মধ্যে চারজনকে হত্যা করে, তাদের মধ্যে একজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিল বলে কারা-তাপ্পার মেয়র ওয়াসফি আল-তামিমি সিনহুয়াকে জানিয়েছেন।

সংঘর্ষে দুজন সেনাও মারা গিয়েছিল এবং তিনজন আহত হয়েছে বলে আল-তামিমি জানান। শৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দিয়ালায় বারবার সামরিক অভিযান সত্ত্বেও আইএসের অবশিষ্টাংশগুলো এখনও ইরানের সীমান্তের নিকটবর্তী উগ্র অঞ্চলগুলোতে লুকিয়ে ছিল এবং পাশাপাশি প্রদেশের উত্তর অংশের দিয়ালার পশ্চিম অংশ থেকে হিমরিন পর্বতমালা পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলোতেও লুকিয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড