• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দোকানে দাঁড়িয়ে চা বানিয়ে ভাইরাল মমতা (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৬:৩৮
ভারত
মমতা বন্দ্যোপাধ্যায়; (ছবি : সংগৃহীত)

ভারতে একটি গ্রামের দোকানে নিজের হাতে চা বানিয়ে কর্মীদের খাওয়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল। এক রাজনৈতিক অনুষ্ঠানে যাবার পথে নেওয়া সাময়িক বিরতিতে এমন কাণ্ড ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'এনডিটিভি'

পশ্চিমবঙ্গের দিঘার দত্তাপুর গ্রামের একটি চায়ের দোকানে চা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নিজের হাতে বানানো চা খাওয়ান দলীয় সমর্থকদের। চা খেতে খেতে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করেন মমতা।

টুইটারে পোস্ট করা মমতার ওই ভিডিওতে দেখা যায় চা বানানোর পাশাপাশি তিনি কথা বলছেন দোকানের মালিকের সঙ্গে। চায়ের স্পেশাল উপকরণ মেশানো সম্পর্কে জিজ্ঞাসা করছেন তিনি।

ভিডিওতে আরও দেখা গেছে, নিজের হাতে চা তৈরির পর মমতা তা মগে ঢেলে কাগজের কাপে করে সবার হাতে তুলে দিচ্ছেন। স্থানীয়দের কথায়, যার আগুন ঝরানো বক্তৃতা নিমেষে উদ্বুদ্ধ করে আপামর রাজ্যবাসীকে সেই মুখ্যমন্ত্রীই সবাইকে সাবধান করছেন ঠিকভাবে চায়ের কাপ ধরার জন্য। যাতে গরম চায়ে কারোর হাত না পুড়ে যায়। দিঘা সফরকালে মুখ্যমন্ত্রীর এই মমতাময়ী রূপ দেখে মুগ্ধ গ্রামবাসী এবং সহকর্মীরা।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড