• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রিনল্যান্ড কিনতে না পেরে ডেনমার্ক সফর বাতিল করলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০১৯, ১২:২৮
প্রেসিডেন্ট ট্রাম্প
গ্রিনল্যান্ডের শহরাঞ্চল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি : সম্পাদিত)

আবাসন বাণিজ্যের জন্য উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার শখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বেশ কয়েকবার গণমাধ্যমের কাছে সরাসরি এ কথা জানিয়েছিলেন তিনি। যদিও এখন পর্যন্ত বিষয়টিতে কোনো ধরনের কর্ণপাত করেনি ডেনমার্ক। ডেনিশ প্রধানমন্ত্রী তো ট্রাম্পের এ প্রস্তাবটিকে 'একটি উদ্ভট খায়েশ' বলেও মন্তব্য করেছেন। এবার সে দুঃখেই কিনা আগামী মাসের ডেনমার্ক সফর বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (২১ আগস্ট) হোয়াইট হাউসের বরাতে ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি নিউজ' জানায়, আগামী ২ সেপ্টেম্বর ডেনিশ রানি দ্বিতীয় মারগ্রেথের আমন্ত্রণে দেশটি সফরের কথা ছিল ট্রাম্পের। যদিও গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতেই তিনি এক টুইট বার্তায় বলেছেন, 'ডেনমার্ক সফরে যাওয়ার আর কোনো ইচ্ছা আমার নেই।'

টুইটার পোস্টে তিনি আরও বলেন, 'ডেনমার্ক হচ্ছে বিশ্বের অসাধারণ মানুষের বিশেষ একটি দেশ। তবে গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে আলোচনায় কোনো আগ্রহ এখন আর নেই; প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসনের এ মন্তব্যের কারণে দুই সপ্তাহ পর আমাদের নির্ধারিত বৈঠকটি অন্য কোনো সময়ের জন্য স্থগিত করে দিচ্ছি।'

এ দিকে হোয়াইট হাউজের এক মুখপাত্রও প্রেসিডেন্ট ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আলাপকালে গ্রিনল্যান্ড ডেনমার্কের জন্য একটি 'অর্থনৈতিক বোঝা' উল্লেখ করে মার্কিন ধনকুবের এই প্রেসিডেন্ট বলেছিলেন, 'অঞ্চলটি একটি বিশাল রিয়েল এস্টেট (আবাসন) সংশ্লিষ্ট ব্যাপার। যা নিয়ে অনেক কিছুই করা সম্ভব।'

যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রহকে একটি উদ্ভট ইচ্ছা বলে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেন ডেনিশ প্রধানমন্ত্রী। একই সঙ্গে গ্রিনল্যান্ডের স্থানীয় বাসিন্দারাও ট্রাম্পের এ প্রস্তাবে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন।

অপর দিকে দ্বীপের কুলুসুক অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় নেতা বেন্ট অ্যাবিলসেন বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'তারা (যুক্তরাষ্ট্র) আমাদের ১৮৬৭ সালেও কিনে নিতে চেয়েছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তাদের সেই চেষ্টা অব্যাহত ছিল; যা এখনো আছে।'

আরও পড়ুন :- কাশ্মীরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি : ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কেবল ডোনাল্ড ট্রাম্পই গ্রিনল্যান্ডকে কিনতে চাচ্ছেন; তা কিন্তু নয়। এর আগে ১৯৪৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আবাসন বাণিজ্যের জন্য অঞ্চলটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড