• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে বাবাকে কেটে আটটি বালতিতে ভরে পলাতক ছেলে

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ২২:০৬
ভারত
ওই আটটি বালতি (ছবি : সংগৃহীত)

বাবাকে প্রথমে খুন এরপর বাবার শরীর কেটে টুকরো টুকরো করে আটটি বালতিতে ভরে রেখেছে ছেলে। এছাড়াও তাকে এই কাজে সাহায্য করতে মা ও বোনকে জোরও করেছে সেই ছেলে। এমনই ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দরাবাদের মালকাজগিরি অঞ্চলে। 'এনডিটিভি'

৮০ বছর বয়সী ওই মৃতের নাম মারুতি কিষান। তিনি রেলের প্রাক্তন কর্মী ছিলেন। খুনি ছেলের নাম কিষান। কিষান কোনও কাজ করত না তাই পরিবারের সঙ্গে প্রায়শই টাকা নিয়ে ঝগড়া হত। খুনের ঘটনার সূত্রপাত ঘটেছিল ঝগড়া থেকেই।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সন্দীপ গোনে জানিয়েছেন, খুনি ছেলে বিষাক্ত ধুতুরা ফুল মিশিয়ে দেয় বাবার পানীয়তে। উদ্দেশ্য ছিল গভীর ঘুম হবে। কিন্তু এর ফলে ওই ব্যক্তির মৃত্যু হলেও মৃত্যু নিশ্চিত করতে রান্নাঘরের ছুরি দিয়ে বাবাকে টুকরো টুকরো কেটে ফেলে কিষান।

অভিযুক্তর মা ও বোন স্বীকার করেছেন, তারাও অনিচ্ছাবশত এই কাজে তাকে সাহায্য করেছেন। ভয় দেখিয়ে তাদের কাজ করানো হয় বলে জানিয়েছে তারা। পাশাপাশি প্রতিবেশীদের কাউকে কিছু জানাতেও নিষেধ করে সে। খুনি ছেলে মদের নেশা করত ও নিয়মিত পরিবারের উপর অত্যাচার করত বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড