• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১৫:৪৫
সড়ক দুর্ঘটনা
মহারাষ্ট্রে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক। (ছবিসূত্র : দ্য বিজনেস টুডে)

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন। সোমবার (১৯ আগস্ট) রাজ্য পুলিশের পক্ষ থেকে বার্তা সংস্থা 'এএনআই'কে মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির ঢুল জেলার নিমগুল গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এ দিকে মর্মান্তিক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর হেমন্ত পাতিল বলেছেন, 'প্রবল গতিতে থাকা ট্রাকটি বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা ১১ যাত্রীর প্রাণহানি হয়।'

তিনি আরও বলেন, 'কর্মীরা খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।'

আরও পড়ুন :- উগান্ডায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

অপর দিকে ঢুলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু ভুজবল বলেন, 'বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা করে তাৎক্ষনিক আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের এক হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড