• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ভারী বৃষ্টিপাতে শিশুসহ ২৮ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১১:৫৪
ভারতে ভারী বৃষ্টিপাত
বন্যা কবলিত ভারতের পথঘাট। (ছবিসূত্র : ইন্ডিয়া টিভি)

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড ও পাঞ্জাবে ভারী বৃষ্টিপাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এতে এখনো নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২২ জন।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'এনডিটিভি' জানায়, গত রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যগুলোয় এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অন্তত ২৪ জনই হিমাচল প্রদেশের।

এ দিকে তীব্র বর্ষণের ফলে প্রদেশটির কুল্লু শহরে দীর্ঘ সময় যাবত আটকে থাকার পর অন্তত ২৫ পর্যটককে এরই মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজ্যের অধিকাংশ জেলার যোগাযোগ ব্যবস্থা এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে সোমবার (১৯ আগস্ট) থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে প্রদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান।

অপর দিকে যমুনাসহ রাজ্যের আশপাশের উপনদীগুলোর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাজধানী নয়া দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার আগাম সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যগুলোর নিচু অঞ্চলে বসবাসরত লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন :- মার্কিন অনুরোধ উপেক্ষা করে ইরানি ট্যাংকারের মুক্তি

একই সঙ্গে দেশটির উদ্ধারকারী দল ও সেনা কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড