• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৭:১১
ইসরায়েল
(ছবি : সংগৃহীত)

ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত উত্তরাঞ্চলীয় গাজা প্রদেশে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ( ১৮ আগস্ট) এক চিকিৎসকের বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে 'জিনহুয়া'।

চিকিৎসক আশরাফ আল-কাদরা এক সংবাদ বিবৃতিতে বলেন, রবিবার (১৮ আগস্ট) সকালে উত্তরাঞ্চলীয় গাজা সীমান্তবর্তী অঞ্চল থেকে মাহমুদ আইল-ওলাইদা (২৪), মোহাম্মদ আবু ইউনুস (২৭) এবং মোহাম্মদ আল-তারামসি (২৬) নামে তিন যুবকের লাশ উদ্ধার করে মেডিকেলকর্মীরা। এরপর মৃত ওই তিন যুবকের লাশ উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনার পর ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এবং সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকালে তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড