• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিপ্রাপ্ত ইরানের সুপার ট্যাঙ্কারটি আটকে এবার যুক্তরাষ্ট্রের ওয়ারেন্ট জারি

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ১২:৪৪
ইরানি সুপারট্যাংকার
জিব্রাল্টারে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি সুপারট্যাংকার গ্রেস-১ আটক করেছিল ব্রিটিশ রয়্যাল ম্যারিনস। ছবি : সংগৃহীত

জিব্রাল্টারের বিচারক মুক্তির নির্দেশ দেওয়ার ঠিক একদিন পরেই মার্কিন বিচার বিভাগ আটককৃত ইরানি তেল ট্যাঙ্কারটি জব্দের পরোয়ানা জারি করেছে। ২১ লাখ ব্যারেল তেল বহনকারী ইরানের গ্রেস ১ সুপার ট্যাঙ্কারটিকে অবৈধভাবে সিরিয়ায় তেল পরিবহনের সন্দেহে জিব্রাল্টার থেকে গত ৪ জুলাই ব্রিটিশ রয়্যাল ম্যারিনস আটক করেছিল।

ট্যাঙ্কারটি আটকে রাখার জন্য বৃহস্পতিবার (১৫ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের আইনি প্রচেষ্টা প্রত্যাখ্যান করে দেয় জিব্রাল্টার। এর আগে গ্রেস ১-এর আটককে 'অবৈধ আটক' বলে অভিহিত করেছিল ইরান। এই জাহাজ আটককে ঘিরে মধ্য প্রাচ্যের তেল শিল্পে ব্যাপক প্রভাব পরে, উত্তেজিত হয়ে ওঠে হরমুজ ও জিব্রাল্টার।

গ্রেস ১ আটক হওয়ার দুই সপ্তাহ পরে, ১৯ জুলাই ইরান হরমুজ প্রণালীতে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্টেনা ইম্পিরোকে আটক করেছিল। 'আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম' লঙ্ঘন করায় ইরান স্টেনা ইম্পেরোকে আটক করেছে বলে দাবি করলেও ব্যাপকভাবে একে প্রতিশোধ নেয়ার ঘটনা বলেই মনে করা হয়।

ছবি : সংগৃহীত

শুক্রবার 'মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস অথবা অন্য কোনো যথাযথ অনুমোদিত আইন প্রয়োগকারী কর্মকর্তাকে' সম্বোধন করে ওয়াশিংটনের একটি মার্কিন ফেডারেল আদালত এই ওয়ারেন্টটি জারি করেছে। আদালত ট্যাঙ্কার এবং বোর্ডে থাকা তেল জব্দ করার নির্দেশ দিয়েছে।

ইরানের একটি সংস্থা প্যারাডাইজ গ্লোবাল ট্রেডিং এলএলসির সাথে যুক্ত নামবিহীন মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার জব্দ করারও আদেশ দিয়েছে। বিচার বিভাগ জানায়, জাহাজ ও সংস্থাটি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন, ব্যাংক জালিয়াতি, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদ বাজেয়াপ্ত আইন সম্পর্কিত আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত।

ফেডারাল প্রসিকিউটর জেসি লিউ বলেছেন, 'ফ্রন্ট কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক এ জাতীয় চালানের সমর্থনে কয়েক মিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে এই কোম্পানিগুলো সম্পৃক্ত।'

ফেডারাল প্রসিকিউটর জেসি লিউ। ছবি : সংগৃহীত

এ দিকে, ইরানের কাছ থেকে গ্রেস ১ 'ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিষয়'- অর্থাৎ সিরিয়ার মতো দেশগুলিতে যাত্রা না করার আশ্বাস পাওয়ার কথা জানায় জিব্রাল্টার সরকার। ব্রিটিশ ভূখণ্ডটির মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো বলেন, 'আমরা সিরিয়ায় আসাদ সরকারকে ১৪০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল থেকে বঞ্চিত করেছি।'

জিব্রাল্টারের এক বিচারক ট্যাঙ্কারটি মুক্তির আদেশ দেয়ার পরে মি. পিকার্ডো বিবিসিকে জানিয়েছিলেন যে, 'লজিস্টিকস সরবরাহের সাথে সাথেই জাহাজটি ছেড়ে যেতে সক্ষম হবে। তবে তা আজও হতে পারে, আগামীকালও হতে পারে'। ব্রিটেন বা জিব্রাল্টার কেউই মার্কিন ওয়ারেন্টের ব্যাপারে সাড়া দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড