• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি তেল ট্যাংকার ফিরিয়ে দিতে সম্মত ব্রিটেন

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট ২০১৯, ১৫:৪১
ইরানি তেলবাহী ট্যাংকার 'গ্রেস-১'
ব্রিটিশ নৌ সেনাদের হাতে আটক ইরানের তেলবাহী ট্যাংকার 'গ্রেস-১'। (ছবিসূত্র : সৌদি গেজেট)

গত মাসে জিব্রাল্টার প্রণালী থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকাবাহী 'গ্রেস-১' নামে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা; যদিও এবার সেটিকে তেহরানের কাছে ফিরিয়ে দিতে ইতিবাচক মত প্রকাশ করেছে ব্রিটেন। দেশ দুটির মধ্যে সংশ্লিষ্ট ইস্যুতে প্রয়োজনীয় সকল কাগজপত্র বিনিময়ের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বিশ্লেষকদের।

মঙ্গলবার (১৩ আগস্ট) ইরানি বন্দর এবং সমুদ্র বিষয়ক সংস্থার প্রধান জলিল এসলামি বলেছিলেন, 'বেশ কিছুদিন যাবত 'গ্রেস-১' ইস্যুতে উভয় পক্ষের মধ্যে কাগজপত্র বিনিময় হয়। যে কারণে এবার সকল কার্যক্রম শেষে ট্যাংকারটি আমাদের কাছে ফিরিয়ে দিতে ইতিবাচক মত প্রকাশ করেছে ব্রিটেন।'

ইরানি গণমাধ্যম 'প্রেস টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে জলিল এসলামি বলেন, 'সুপার ট্যাংকার 'গ্রেস-১'কে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তেহরান। তাছাড়া আমাদের তেল ট্যাংকার ফিরিয়ে দেওয়াসহ তাদের ট্যাংকার আটক ইস্যুতে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে, এবার তা নিরসনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।'

তিনি বলেছেন, 'আমরা আশা করছি, শিগগিরই এ সমস্যার চূড়ান্ত সমাধান সম্ভব। একই সঙ্গে ইরানি পতাকাবাহী জাহাজগুলো কোনো ধরনের বাধা ছাড়াই নিরবিগ্নে সমুদ্রে পথে নিয়মিত চলাচল করতে পারবে।'

এর আগে গত ৪ জুলাই ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার সময় 'গ্রেস-১' নামে ইরানি ট্যাংকারটিকে জিব্রাল্টার প্রণালী থেকে আটক করেছিল ব্রিটিশ নৌ সেনারা। মূলত এর জেরেই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার 'স্টেনা ইমপেরো' আটক করেছিল ইরানের বিপ্লবী বাহিনী।

আরও পড়ুন :- ব্রিটেনের তেল ট্যাংকার আটকের দুঃসাহসিক ভিডিও প্রকাশ করল ইরান

যদিও এর পর থেকে দেশ দুটির মধ্যে এক কূটনৈতিক পর্যায়ের তোলপাড় শুরু হয়; যা এখনো অব্যাহত আছে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের আটককৃত তেল ট্যাংকারকে মুক্তি দিলে খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা যাবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড