• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামাজরত অবস্থায় আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০১৯, ০৪:৪৫
আল আকসা
আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অতর্কিত হামলা (ছবি: ডেইলি সাবাহ মিড ইস্ট)

জেরুজালেমর অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। রবিবার (১১ আগস্ট) ঈদ উল আজহার দিন এ অতর্কিত হামলা চালানো হয়। নামাজরত অবস্থায় মুসলমানদের উপর এ হামলায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন মানুষ।

কর্তৃপক্ষের বরাতে একজন ব্যক্তি জানান, ইসরায়েল পুলিশের অতঋক্ত এ হামলায় বেশ কিছু ফিলিস্তিন মুসলিম আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ অনেক মুসল্লি আহত হন। তবে আহতের সংখ্যা কত সে বিষয়ে সঠিক সংখ্যা জানা যায়নি।

ইসরায়েল পুলিশরা মুসল্লিদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট দিয়ে হামলা চালায়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, রবিবার ফিলিস্তিন মুসলিমরা ঈদ উল আজহা পালন করছিলেন। নামাজ পরা অবস্থায় তাদের উপর হামলা হয়। তবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড