• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১২:৪৯
সৌদিতে ড্রোন হামলা
ড্রোন হামলার শিকার সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। (ছবিসূত্র : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনপন্থি হুথি বিদ্রোহীরা। শনিবার (১০ আগস্ট) ইয়েমেনি সেনাদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাতে ভয়াবহ এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম 'আল-মাসিরাহ'।

যদিও পাল্টা বিবৃতিতে ইয়েমেন থেকে ছোরা দুটি ড্রোন এরই মধ্যে ভূপাতিতের দাবি করেছে সৌদি প্রশাসন। তবে হুথি বিদ্রোহীরা গণমাধ্যমটিকে জানায়, আবহা বিমানবন্দরের প্রধান পর্যবেক্ষণ টাওয়ারসহ আরও একটি স্থাপনা তাদের টার্গেট ছিল।

এ দিকে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, 'সৃষ্টিকর্তার অনুগ্রহে আমাদের বাহিনী আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি কাসেফ-২কে ড্রোন দিয়ে সফলভাবে আক্রমণ চালিয়েছে।'

ব্রিগেডিয়ার জেনারেল সারে আরও বলেছেন, 'শুক্রবার (৯ আগস্ট) স্থানীয় সময় রাতে প্রথম হামলাটি বিমানবন্দরের জ্বালানি স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করে চালানো হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয়টি বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারকে অতি নির্ভুলতার সঙ্গে আঘাত করে।'

অপর দিকে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্সিয়াল গার্ডের সৃষ্ট সংঘাতে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেনের এডেন শহর। বর্তমানে সেখানে দফায় দফায় চলছে বন্দুকযুদ্ধ। গত দুই দিনের সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪ জনের।

আরও পড়ুন :- আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া

এর আগে ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে বর্তমানে এক রকম বিপর্যয়ের মধ্যে রয়েছে ইয়েমেন। যেখানে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ১০ হাজারের বেশি বেসামরিকের বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের। তাছাড়া এতে উদ্বাস্তু হয়েছেন আরও কমপক্ষে ৩০ লাখ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড