• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজা সীমান্তে ৪ ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১১:৩২
ইসরায়েল-ফিলিস্তিন
ছবি : সংগৃহীত

গাজা সীমান্তে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১০ আগস্ট) জঙ্গি অভিযোগ এনে সীমান্ত বেড়াতে ৪ ফিলিস্তিনির ওপর গুলি চালালে তারা মারা যায় বলে জানায় ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনী টুইটারে জানিয়েছে, এই ব্যক্তিরা অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে সজ্জিত ছিল, যার মধ্যে একটি ইসরায়েলি সেনাদের দিকে ছুঁড়েছিল।

ইসরায়েলি সেনার টুইটে জানায়, 'একজন সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে তাদের হত্যা করতে আসলে সৈন্যরা গুলি চালিয়েছিল'। গাজায় ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে বা ওই অঞ্চলে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

গাজায ইসলামপন্থি দল হামাস দ্বারা শাসিত, যা গত এক দশক ধরে ইসরায়েলের সঙ্গে তিনটি যুদ্ধ করেছে। ২০০৫ সালে হামাসের সেনা এবং বসতি স্থাপনকারীদের অঞ্চল দখল করে নিয়েছিল ইসরায়েল। তবে, নিরাপত্তাজনিত উদ্বেগের বরাত দিয়ে ছিটমহলটিকে অবরোধের আওতায় রেখেছে। এখানকার সীমান্তে প্রায়ই প্রাণহানির সংবাদ আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড