• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের নদীতে ভাসমান ৫ তলা ভবন! (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০১৯, ১৯:২৩
চীনের ভাসমান রেস্তোরাঁ
ছবি : সংগৃহীত

জাহাজে চেপে মানুষ গাড়ি নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য আমাদের কাছে পরিচিত। তবে, চীনে সম্প্রতি একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। নদীতে ৫ তলা এক ভবন ভাসিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাসিমো নামে একজন টুইটারে ১১ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে। সেখানে দেখা যায়, মাঝ নদীতে দিব্যি ভেসে যাচ্ছে একটি পাঁচতলা ভবন। দেখে মনে হয় যেন বন্যার পানিতে ভেসে যাচ্ছে কোনো ভবন। তবে, একটু খেয়াল করলেই ভবনটির একদিকে একটি বাড়তি অংশ দেখা যাবে। আর তার পেছনের পানি দেখলে বোঝা যাবে কোনো ইঞ্জিন পানি ঠেলে বাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এখানে অবাক হওয়ার কিছু নেই, এটা আসলে চীনের একটি ভাসমান রেস্তোরাঁ যা ইয়াংসিকিয়াং নদীতে ভেসে যাচ্ছিল। এই ভিডিওটিও ২০১৮ সালের ধারণ করা। সম্প্রতি, আবার সেটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। পোস্টে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করছে।

এই ভিডিওটি ২০১৮ সালের নভেম্বরে সিজিটিএনে শেয়ার করা হয়। তখনই জানা যায়, ইম্প্রেশন জিয়াংজিন নামের ওই রেস্তোরাঁটিকে নদীদূষণের দায়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড