• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনি বাড়ি ভেঙে 'জাতিগত নিধনযজ্ঞ' চালাচ্ছে ইসরায়েল : হামাস

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১৯:৪৮
ফিলিস্তিন
ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার দৃশ্য ; (ছবি : সংগৃহীত)

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের শতাধিক বাড়িঘর ভেঙে দেওয়াকে 'জাতিগত নিধনজজ্ঞ' হিসেবে উল্ল্যেখ করে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস।

গত সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় ভোর ৪ টা পূর্ব জেরুজালেমের উপূকন্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙতে শুরু করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাড়ি নির্মান করলেও পশ্চিম তীরের অবশিষ্ট ভূমির দখল নিতেই বাসিন্দাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে ইসরায়েল।

এক সংবাদ বিবৃতিতে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেন, পবিত্র শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ বাড়তে থাকার কারণ ছিল ইসরায়েলি দখলদারিত্ব ও বর্ণবাদী আচরণের প্রতি সীমাহীন মার্কিন সমর্থন। ইসরায়েলি দখলদারিত্বের প্রতি মার্কিন সমর্থনের কারণে দেশটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও বেশি করে অপরাধ সংঘটনের ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছে। বিশেষ করে বাহরাইন অর্থনৈতিক কর্মশালার পর এমন হয়েছে, যার পরিণাম সম্পর্কে আমরা সতর্ক করেছিলাম।

তিনি এই সমস্যার সমাধানের জন্য সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড