• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিঙ্গাপুরে ৪৮ মি. ডলারের হাতির দাত ও প্যানগোলিন খোলস জব্দ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১৮:৪৯
হাতি
হাতির দাত ও প্যানগোলিন খোলস ; (ছবি : সংগৃহীত)

সম্প্রতি সিঙ্গাপুরে ৮.৮ টন হাতির দাত ও ১১.৯ টন প্যানগোলিনের মাথার খোলস জব্দ করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য ১২.৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ৩৫.৭ মিলয়ন মার্কিন ডলার । এই হাতির দাতগুলো আফ্রিকান প্রায় ৩০০ হাতি থেকে সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 'বিবিসি নিউজ'

গত রবিবার (২১ জুলাই) সিঙ্গাপুর ন্যাশনাল পার্কস বোর্ড, কাস্টমস, ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি টিম একটি জাহাজ পরিদর্শনে গিয়ে এই হাতির দাতের সন্ধান পায়। জাহাজটি ডেমোক্রাটিক রিপাবলিক কঙ্গো থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল।

চীন কাস্টমসের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাজ পরিদর্শনে যায় সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। জাহাজের মাল তোলার রশিদে উল্ল্যেখ করা হয়েছে, তিনটি কনটেইনারে কাঠ রাখা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে ওই তিন কনটেইনারে ছিল হাতির দাত ও প্যানগোলিনের মাথার খোলস।

সিঙ্গাপুরের বিপদাপন্ন প্রাণী আইন মোতাবেক, অবৈধভাবে এসব প্রাণীর দেহাংশ আমদানি বা রপ্তানি করলে ৫০০,০০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হবে এবং দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড