• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুহানির বার্তা নিয়ে ম্যাক্রোর দ্বারস্থ ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১৬:৩৭
ম্যাক্রো ও রুহানি
ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। (ছবিসূত্র : ইরনা)

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পাঠানো বার্তা নিয়ে প্যারিস সফরে যাচ্ছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের জন্য এরই মধ্যে তিনি তেহরান ত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি।

মঙ্গলবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের এই কর্মকর্তার করা টুইটের বরাতে তেহরানের এই প্রতিনিধির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা'।

আব্বাস মুসাভি তার টুইট বার্তায় বলেন, 'প্রেসিডেন্ট রুহানির বিশেষ প্রতিনিধি হিসাবে উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবার প্যারিস সফরে যাচ্ছেন।'

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন ইরানি প্রেসিডেন্ট। যেখানে তারা পরমাণু ইস্যুতে ছয় জাতীর স্বাক্ষরিত চুক্তিটি বহাল রাখতে করনীয় ও ইউরেনিয়াম মজুত কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরাঘচি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। (ছবিসূত্র : দ্য টাইমস অফ ইসরায়েল)

টেলিফোন বার্তায় রুহানি বলেন, 'বিভিন্ন সমস্যা ও বাধা সত্ত্বেও আমরা বিশ্বাস করি যে উভয় পক্ষেরই অবশিষ্ট সুযোগগুলো লুফে নেওয়া উচিৎ। তাই আমাদের চুক্তিটি সংরক্ষণের উপযুক্ত উপায়গুলো খুঁজে বের করতে হবে।'

ফোনালাপে রুহানি ইরানের স্বার্থ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে প্রচেষ্টা চালাতে চুক্তি স্বাক্ষরকারী 'ইইউ'ভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। নয়তো স্বাক্ষরিত চুক্তি থেকে তেহরান আবারও আংশিক সরে দাঁড়াতে বাধ্য হবে বলেও জানানো হয়।

পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে যেসব চরমপন্থিরা আমাদের শান্তি অর্জনের প্রচেষ্টাগুলোকে বন্ধ করে দিচ্ছে; দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে রয়েছে।'

ট্রেড এক্সচেঞ্জ সাপোর্টে ইন্সট্রুমেন্ট (ইএনএসটিএক্স) অপারেশনের জন্য ইউরোপে তৎপরতা চালিয়েছে উল্লেখ করে ম্যাক্রো বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো তেহরানের সঙ্গে বেশিরভাগ দেশের বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।'

কথোপকথনের সময় এই দুই রাষ্ট্রপ্রধান পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত চুক্তিটি বজায় রাখার জন্য ক্রমাগত প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

এর আগে ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। যেখানে শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনবে, যার বিনিময়ে তাদের উপর আরোপিত সকল অবরোধ ক্রমশ তুলে নেওয়া হবে। এতে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।

আরও পড়ুন :- ইরানে আগ্রাসন চালালে তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়াবে : হিজবুল্লাহ

পরবর্তীতে গত বছরের ৮ মে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে একে একটি অকার্যকর চুক্তি বলে মন্তব্য করেন। যার প্রেক্ষিতে তিনি তেহরানের তেল বিক্রিতে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করেন; যা এখনো অব্যাহত আছে। একইসঙ্গে ট্রাম্প এসব নিষেধাজ্ঞা মেনে চলতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিও নিজেদের চাপ অব্যাহত রেখেছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড