• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাষের জমিতে ৬০ লাখ টাকার হিরা পেলেন কৃষক

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১৬:০১
ভারত
(ছবি : প্রতীকী)

'চাঁদের পাহাড়' উপন্যাসে হিরার খোঁজে গভীর অরণ্য পেরিয়ে চাঁদের পাহাড়ে গিয়েছিলেন শংকর। কিন্তু সম্প্রতি নিজের জমিতেই হিরে খুঁজে পেলেন ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামের এক কৃষক। 'জি নিউজ'

রোজকার মতোই জমিতে চাষ করছিলেন ওই কৃষক। আকস্মিক একটি স্বচ্ছ নুড়ি দেখে সন্দেহ হয় তার। এরপর ওই নুড়ি পাথর নিয়ে সোজা গয়নার দোকান ছুটে যান তিনি। পাথরটি পরীক্ষা করতেই চোখ কপালে ওঠে দোকানের মালিকের। স্বচ্ছ পাথরটি আসলে বেশ বড়সড় একটি হিরা যার বাজার মূল্য অন্তত ৬০ লক্ষ টাকা।

ইতোমধ্যেই ওই চাষির থেকে ১৩.৫ লক্ষ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরাটি কিনেছেন আল্লাহ বক্স নামের স্থানীয় এক হিরা ব্যবসায়ী। ওই হিরা ব্যবসায়ীর মতে, হিরা কেটে পালিশ করার পরে তার দাম প্রায় ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞ কারিগর দিয়ে পালিশ করলে তবেই মিলবে হিরার আসল মূল্য। তবে, হিরাটির আকার, রঙ বা অন্যান্য তথ্য এখনো খোলসা করেননি ওই হিরা ব্যবসায়ী।

তবে, অন্ধ্রপ্রদেশের এই অংশে হিরা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কুরনুল জেলা ও তার আশেপাশের চাষের ক্ষেত, নদীর পার থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকে। প্রতি বছর বর্ষার সময়ে তুঙ্গভদ্রা ও হুন্ডরী নদীর আশেপাশে তাঁবু করে থাকতে শুরু করেন অনেকে। লক্ষ্য একটাই। বর্ষায় ধুয়ে আসা বালি-কাদার মধ্যে হিরার খোঁজ চালানো। সফলও হন কেউ কেউ।

চলতি বছরেই ১২ জুন জন্নাগিরি গ্রামে ভেড়া চড়াতে বেরিয়ে হিরা খুঁজে পান এক ভেড়া-পালক। প্রায় ৫০ লক্ষ টাকা বাজার দরের সেই হিরাটি তিনি বিক্রি করেন ২০ লক্ষ টাকায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড